পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বাড়ি ফেরার পথে দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের বৈরামপুর এলাকায় ট্রাকের ধাক্কাতেই কলকাতা পুলিশের ১ জন এএসআই মারাত্মকভাবে আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃতের নাম শাহাবুদ্দিন বিশ্বাস। বয়স ৪৫ বছর। বাড়ি মালদায়। তবে কলকাতা পুলিশের এএসআই হিসেবে বর্তমানে ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শাহাবুদ্দিনবাবু ডিউটি শেষ করে বাইকে করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেন। তখন রাস্তায় ঘন কুয়াশা ছিল। এরপর বৈরামপুরের কাছে ঘন কুয়াশার মধ্যে আচমকা পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। আর নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে ধাক্কা মারে। এর জেরে শাহাবুদ্দিনবাবু রাস্তায় ছিটকে পড়েন। আর ট্রাকের চাকা একেবারে কোমরের উপর দিয়ে চলে যায়। ফলে শাহাবুদ্দিনবাবু ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

কিন্তু তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ডিসি সৈকত ঘোষ সহ ঊর্ধ্বতন কর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনার পর পুলিশের তরফে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। আপাতত অভিযুক্তের সন্ধানে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ট্রাকের নম্বর দেখেও তদন্ত চালানো হচ্ছে। তদন্তকারীদের কথায়, “দ্রুত ঘাতক চালক ধরা পড়বে।” অন্যদিকে, শাহাবুদ্দিনবাবুর পরিবারের সদস্যের কাছে খবর দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









