নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ আজ শুক্রবার থেকে রবিবার এই তিন দিন দার্জিলিংয়ে টয় ট্রেন বন্ধ থাকবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রেললাইন ও সেতু মেরামতির কারণে এই পরিষেবা বন্ধ রাখা হবে। সোমবার থেকে আবার এই পরিষেবা চালু হয়ে যাবে।
চলতি মরশুমে ধসের কারণে টয় ট্রেন পরিষেবা একাধিক বার বন্ধ হয়েছে। মাঝে দু’বার টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটে গেছে। ফলে টয় ট্রেনের লাইন বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দিন ধরে ওই লাইন মেরামতির কাজ করা হবে। এছাড়া ওই সময় কার্শিয়াং থেকে ঘুম অবধি সেতু মেরামতি করার কাজও করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তর-পূর্ব ভারতের রেলওয়ের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ‘‘এই তিন দিন মূলত কার্শিয়াং থেকে ঘুমের মাঝে বেশ কয়েকটি সেতু পরিদর্শন এবং মেরামতির কাজের জন্য টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।’’
Sponsored Ads
Display Your Ads Here