Indian Prime Time
True News only ....

কবে ঢুকছে দক্ষিণবঙ্গে বর্ষা? জানালো আবহাওয়া দপ্তর

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী ১০ ই জুনের আগে বর্ষার বৃষ্টি হচ্ছে না।

সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতার কারণে প্রবল অস্বস্তি বেড়ে চলেছে। এর থেকে পরিত্রাণের জন্য আরো অন্তত ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। আগামী ১০ ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার একটা হালকা সম্ভাবনা রয়েছে।

কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সাথে সাথেই যে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে এমনটা নয়। কলকাতাতে ভারী বৃষ্টির জন্য আরো চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ পাঁচটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হলেও কলকাতায় অস্বস্তিকর তাপপ্রবাহ বজায় থাকবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored