অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ এবার উত্তরপ্রদেশের মহিবা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রাণ হারালো এক অল্পবয়সী কিশোর।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। আর তাদের বংশের একমাত্র উত্তরাধিকারী ছিল বড়ো ভাইয়ের একমাত্র ছেলে। তাই পুরো সম্পত্তি ভোগ করার লালসা থেকেই ছোটো ভাই তার ভাইপো অর্থাৎ বড়ো ভাইয়ের ছেলেকে নৃশংসভাবে হত্যা করে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ওয়াজিরগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পরিবারের তরফ থেকে অপরাধীর কঠোর শাস্তির দাবী তোলা হয়েছে।