নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ অনুব্রত মণ্ডল নেই। তাই তাঁর বিখ্যাত গুড়-বাতাসাও নেই। তবে নির্বাচনের দিন সকালবেলা বীরভূমের দুবরাজপুরে গরম গরম মুড়ি, ঘুগনি আর শেষ পাতে বোঁদেও দেওয়া হচ্ছে। আর তা নিতে ভোটারদের লাইনও পড়েছিল।
আজ চতুর্থ দফায় রাজ্যে যে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, এর মধ্যে বীরভূম ও বোলপুর কেন্দ্র আছে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে এবারের ভোট তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ বলেই মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বীরভূমের একমাত্র দুবরাজপুর কেন্দ্র থেকেই জয়ী হয়েছে। ফলে লোকসভা নির্বাচন হলেও তৃণমূল দুবরাজপুরের হারানো জমি ফিরে পেতে অত্যন্ত মরিয়া।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereসেই মতো দুবরাজপুরের একটি বুথের কিছুটা দূরে নির্বাচনের দিন সকালবেলা থেকে একটি ঠেলা গাড়ি দেখা গিয়েছে। যাতে রাজ্যের শাসকদলের পতাকা লাগানো রয়েছে। আর সেখানেই গামলায় মুড়ি-ঘুগনি-বোঁদে সাজানো রয়েছে। যারা ভোট দিয়ে আসছেন তাদের হাতে একটা করে সাদা কাগজের স্লিপ রয়েছে। যা একটি ছোটো বাক্সে রাখা হচ্ছে। স্লিপে লেখা ‘দুবরাজপুর তৃণমূল কংগ্রেস’। এরপর তা দিলেই গরমাগরম মুড়ি-ঘুগনি-বোঁদে পাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Hereতবে সংবাদমাধ্যমের প্রতিনিধি দেখেই খাবার বিলির দায়িত্বে থাকা তৃণমূল কর্মীদের রূপ পাল্টে যায়। তখন তৃণমূল কর্মীদের দাবী, ‘‘দরিদ্র নারায়ণ সেবা করছেন।’’ কিন্তু হাতে স্লিপ কেন? প্রশ্ন শুনতেই রীতিমতো পতাকা গুটিয়ে নিচ্ছেন।