Indian Prime Time
True News only ....

ভোট মেটার আগেই দেবকে নিয়ে বিজয়োল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবকে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ আবীর মেখে উল্লাসে মাতলেন। আজ সকালবেলা থেকেই দেব ওরফে দীপক অধিকারী থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন। ঘাটালে কোথায় কেমন ভোট চলছে তা নিয়ে তদারকিও করেছেন। আর বেলাশেষে ধনেশ্বর বালিকা বিদ্যালয়ের বুথে যান। আর দলীয় প্রার্থী আসছেন শুনে, এলাকায় আগে থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ আবীর ও ফুলের মালা নিয়ে প্রস্তুত ছিলেন।

এরপর দেব গাড়ি থেকে নামতেই গলায় একের পর এক মালা পরিয়ে দেওয়া হয়। কপালে সবুজ আবীরের তিলকও পরিয়ে দেওয়া হয়। দেবও রোদচমশা চোখে, কপালে সবুজ তিলক নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতলেন। দু’হাত তুলে ভিক্ট্রি সাইনও দেখালেন। তারপর তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকরা শ্লোগান তুলতে থাকেন। ভোটপর্ব শেষ হওয়ার আগেই এই বিজয় উৎসব প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব জানান, ‘‘কর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে। যেভাবে সব জায়গা থেকে সাড়া মিলছে…দলের কর্মীরা ভেবেই নিয়েছেন, আমরা জিতে গিয়েছি। এটা ভালবাসার মালা।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর তিন-চার মাস ধরে সবাই খুব পরিশ্রম করেছেন। খাওয়া-দাওয়া, ঘুম ভুলে সবাই দলের পতাকা নিয়ে মানুষের কাছে গিয়েছেন। দলের সব কর্মীদের কাছেই এটা বিরাট বড়ো উৎসব। আজ প্রার্থীর থেকেও বড়ো দিন হলো দলীয় কর্মীদের জন্য। আর দলের কর্মীরাই আসল সম্পদ। বুথ স্তরের কর্মীরাই আসল সৈনিক।’’ যদিও দেব এটিকে বিজয়োৎসব বলে ব্যাখ্যা করতে রাজি নন। বরং এটিকে কর্মীদের পরিশ্রমের উৎসব হিসেবেই দেখছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored