নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ভীমপুর সীমান্তের শ্রীরামপুর সীমান্তে পায়ের সঙ্গে টেপ জড়িয়ে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে বিএসএফের হাতে এক জন তৃণমূল নেতা আটক হলেন। বর্তমানে ওই সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা। ধৃতের নাম সঞ্জয় মণ্ডল। বয়স ৪৯ বছর। বাড়ি হিলি থানার ত্রিমোহিনীর কিসমতদাপটে। সঞ্জয়কে গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে যায়।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিএসএফ সঞ্জয়কে আটক করে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করে। যার ওজন প্রায় ৩৩০ গ্রাম। এরপর রাতভর তাকে দফায় দফায় জেরা করছে। তারপর এদিন বিকেলবেলা জেরা শেষ হওয়ার পরে সঞ্জয়ের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে হিলি শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়। আর উদ্ধারপ্রাপ্ত সোনাও দিয়ে দেওয়া হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদ চলতে থাকে। ইতিমধ্যে বিএসএফ গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, সঞ্জয়ের স্ত্রী হিলি পঞ্চায়েত সমিতির দু’বারের সদস্য ছিলেন। গত নির্বাচনে ভোটে দাঁড়ালেও জয়ী হতে পারেননি।
এদিকে সোনা পাচারে বিএসএফের হাতে তৃণমূল নেতা গ্রেফতার হতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এই প্রসঙ্গে জানান, “তৃণমূলের কালচারই হল চুরি, পাচার করা। স্ত্রীর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই এই এই তৃণমূল নেতা পাচারকাজ চালিয়ে আসছেন। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।” অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, “ধৃত ব্যক্তির সাথে তৃণমূলের কোনো যোগ নেই। আইন আইনের পথে চলবে।”