নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার নাজিরগঞ্জের শালিমার পেন্ট ফ্যাক্টরি থেকে মোটা অংকের টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়।
জানা যায়, গত ১৫ ই জানুয়ারী ঘটনার সূত্রপাত। তৃণমূল নেতা সাজ্জাদ আলি শেখ কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা এক অফিসারকে ফোন করে প্রচুর পরিমাণে টাকা দাবী করেন। আর টাকা না দিলে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি পরের দিন সাজ্জাদ দলবল নিয়ে সশস্ত্র অবস্থায় সোজা কারখানার ভিতরে ঢুকে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন।
আর দাবী করেন যে, ‘‘কারখানার যাবতীয় বরাত তাদের ঘনিষ্ঠ কয়েক জনকে দিতে হবে। এমনকি লরি চালকদের কাছ থেকেও তোলা চাওয়া হয়।’’ এই ঘটনার পর থেকে কারখানার কর্মীরা ও অফিসার আতঙ্কিত হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ নাজিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে দ্রুত পদক্ষেপের আর্জি জানান।
এদিকে সাজ্জাদ নিজেকে তৃণমূলের দক্ষিণ হাওড়া সংখ্যালঘু সেলের সহ সভাপতি বলে দাবী করে জানান, ‘‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বরং শালিমার পেন্টস কর্তৃপক্ষ কর্মচারীদের বকেয়া প্রাপ্য দেননি। রাতের অন্ধকারে কারখানার মালপত্র বিক্রি করে দেওয়া হচ্ছে। ওই কারণেই কর্মচারীদের হয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু ঢুকতে দেওয়া হয়নি।’’
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই প্রসঙ্গে বলেন, ‘‘তৃণমূল এই ধরণের কাজ বরদাস্ত করে না। কেউ পদ নিয়ে বসে থাকবেন এবং দুর্নীতির সাথে যুক্ত থাকবেন তা মেনে নেওয়া হবে না।’’ হাওড়া পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অভিযোগের যথাযথ তদন্ত শুরু করেছেন।