নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এবার ধর্ষণের অভিযোগে আঙুল উঠছে এক তৃণমূল নেতার দিকে। জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত কালুখারা গ্রামে প্রতিবন্ধীকে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
পরিবার সূত্রে অভিযোগ উঠছে যে, সোমবার ওই মহিলা দিদির বাড়িতে গিয়েছিলেন। এরপর রাতে খাওয়ার পর বাসন ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। আর সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর ধর্ষণের চেষ্টা করে। এমনকি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে তৃণমূলের লোকেরা বাধা দিলে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বর্তমানে ওই মহিলা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ওই মহিলার হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তার মা কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস জানান, ‘‘প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করার পাশাপাশি মারধর করেছে। ভয় দেখানো হচ্ছে। পুলিশ অভিযোগ নিতে চায়নি।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবরতির বলেন, ‘‘বিজেপি মিথ্যে অভিযোগ করছে। ওই এলাকায় একটি পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল। সেই ঘটনাকে অন্য ভাবে দেখিয়ে তৃণমূলকে দোষারোপ ক্রা হচ্ছে।’’