রাজ খানঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর দুই নম্বর পঞ্চায়েতের কাঁশড়া এলাকায় ১০০ দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। তাই আপাতত এই দুই গোষ্ঠীর লড়াইয়ে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেলো।
কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে অতিমারী পরিস্থিতিতে কাজ না পেয়ে গ্রামবাসীরা চরম সমস্যার মধ্যে আছে। পঞ্চায়েতের উপপ্রধান উদয় দাসের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও উঠে আসছে। এর জেরে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই সদস্য ঊর্মিলা দাস সহ সমস্ত গ্রামবাসীরাই সরব হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=Bj1md02Vu8o
Sponsored Ads
Display Your Ads Hereঅভিযোগ উঠছে যে, উদয় দাস সদস্যকে না জানিয়ে নিজের পছন্দমতো লোকেদের দিয়ে কাজ করাচ্ছেন। এমনকি নিজের পছন্দমতো সুপারভাইজারও রেখেছেন। আর এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা সদস্যকে নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে ১০০ দিনের কাজকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক অশান্তি তৈরী হয়। এরফলেই পুলিশ চরম বিশৃঙ্খলার জেরে কাজ বন্ধ করে দেয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=MhiSDJTR6H0
জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার গোটা অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন।