মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ এবার ‘সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড সংস্থার’ মামলায় সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হাতে গ্রেফতার হলেন হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি অর্থাৎ প্রভাবশালী সিপিএম নেতা তথা কাউন্সিলর লক্ষ্মণ সাহানির ছেলে।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আজ রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার সহ কোটি কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়া সম্পত্তির ‘ডিড’ও উদ্ধার করা হয়েছে। এমনকি তাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টেও প্রচুর টাকা রয়েছে। কিন্তু রাজুর গ্রেফতারির ঘটনায় তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘নির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত হতেই পারে। কিন্তু সুদীপ্ত সেনের (সারদা কর্তা) চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হবে না কেন?’’ শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘আমি এই গদ্দারদের প্রথমে চিহ্নিত করেছি। তাই এত রাগ। আমাকে সিবিআই, ইডি দিয়ে ভয় দেখাচ্ছে। তাতে আমার কাঁচকলা।’’
Sponsored Ads
Display Your Ads Here