Indian Prime Time
True News only ....

সিপিএমের পার্টি অফিসে ফের ভাঙচুরের অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আবারও বর্ধমানে নীলপুর এলাকায় সিপিএমের দুই নম্বর এরিয়া পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে।

এই হামলায় দলীয় কার্যালয়ে জানালা-দরজা ভাঙচুরের পাশাপাশি বাইরে শহিদবেদিতে ভাঙচুর চালানো হয়। প্রসঙ্গত, বুধবার রাতেরবেলা হাটুদেওয়ান এলাকাতেও তৃণমূলের বিরুদ্ধে একটি সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে।

জেলা সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায় জানান, ‘‘৩১ শে আগস্ট বর্ধমানের জেলাশাসকের অফিসের সামনে বামেদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়েছিল। এরপর থেকেই তৃণমূল পরিকল্পিত ভাবে আমাদের পার্টি অফিসে হামলা চালাচ্ছে।’’

সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, ‘‘তৃণমূল ও পুলিশ প্রশাসন যৌথভাবে আক্রমণ করছে। আসলে তৃণমূল ভয় খেয়েছে। তাই আমাদের পার্টি অফিসে হামলা করছে।’’ সিপিএমের দপ্তরে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমুলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, ‘‘কোনো পার্টি অফিসে হামলার ঘটনা ঠিক নয়।

এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। সিপিএম নিজেরাই এই কাজ করতে পারে। ৩১ শে আগস্ট সিপিএম বর্ধমানে তাণ্ডব চালিয়ে বিশ্ববাংলা লোগো থেকে শুরু করে বিধায়কের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবুও দলীয় নেতৃত্বের নির্দেশে শান্ত রয়েছি।’’

Get real time updates directly on you device, subscribe now.