নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার চাপড়া থানার বাঙালঝি দাসপাড়া এলাকায় ৮ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তৃণমূলের বুথ সভাপতি গ্রেফতার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চিপসের লোভ দেখালে সে ওই ব্যক্তির সাথে চলে যায়। এরপর নাবালিকাকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর নাবালিকা তার মাকে সমস্ত বিষয় জানায়। এরপর নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে।
আজ কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে পাঠানো হয়। এই ঘটনায় নাবালিকার পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা ওই ব্যক্তির শাস্তির দাবীতে সোচ্চার হয়েছে। এদিকে, তৃণমূলের পক্ষ থেকে কেউ এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। কিন্তু ব্লক সভাপতি শুক দেব ব্রহ্ম জানান, “এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। তবে কেউ অন্যায় করলে চরম শাস্তি হোক।”