নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম কর্মীদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
অভিযোগ ওঠে, সিপিএম কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল বড়শুল মোড়ে গাড়ি আটকে ইট ছুঁড়তে থাকে। তৃণমূল পাল্টা অভিযোগ করে যে, সিপিএম কর্মীরাই ইট ছুঁড়েছে। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে দু’পক্ষকে সরিয়ে দেয় কিন্তু আবার তৃণমূল এবং সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে ইট-বৃষ্টি শুরু হয়।
এর জেরে শক্তিগড়ের ওসি দীপক সরকার সহ বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। সিপিএম কর্মীরা একটি গ্যারাজের বাইক ভাঙচুর করেন বলেও অভিযোগ উঠেছে। প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। ওই ঘটনায় কয়েক জন তৃণমূল কর্মী আটক করা হয়েছে। এরপর অবশ্য সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।
আর সিপিএম কর্মী-সমর্থকরা এই ঘটনার প্রতিবাদে পালসিটে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। সিপিএমের জেলার সম্পাদক সৈয়দ হোসেন এই নিয়ে জানান, ‘‘পুলিশ ও তৃণমূল মিলিত ভাবে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমরাও পণ করেছি মনোনয়নপত্র জমা দেব। আগামীকাল আরো সঙ্ঘবদ্ধ ভাবে মনোনয়নপত্র জমা দিয়ে আসব।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
সিপিএমের অভিযোগ নিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘আগে যেমন সিপিএম সন্ত্রাস করত তেমন আজও করেছে। ইট-বৃষ্টি করেছে। পুলিশকে মেরেছে। ওরা আগের মতোই আছে। তৃণমূল পাল্টা দেব মনে করলে সিপিএমকে খুঁজে পাওয়া যেত না।’’
জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা অবশ্য বলেছেন, ‘‘কোথাও কোনো অশান্তির খবর আসেনি। সর্বত্র কমিশনের নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। কোথাও অশান্তি হলে প্রশাসন ব্যবস্থা নেবে।’’ এদিকে বীরভূমের নানুরে সিপিএমের কীর্ণাহার এরিয়া কমিটির তরফে প্রার্থী এবং কর্মী-সমর্থকরা গাড়িতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রাস্তায় নামিয়ে মারধর করা হয়।
এমনকি গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়েছে। সিপিএমের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নানুর ব্লকের সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘আমার এই বিষয়টি জানা নেই। নানুরে মনোনয়ন জমা দিতে যাতে কারোর অসুবিধা না হয় সেদিকে নজর আছে। এবার কে আম পাড়তে গিয়ে গাড়ি ভাঙল তার দায় আমাদের নয়।’’