তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গঙ্গারামপুর
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রাঘবপুর এলাকায় তৃণমূল বিজেপির তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতি সহ দু’জন কর্মীর মাথা ফাটল। অপরদিকে এই ঘটনায় উত্তপ্ত হয়ে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর বলে অভিযোগ ওঠে।
তৃণমূলের ৬ নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কল্যাণ দাসের অভিযোগ, “সোমবার রাতে রাস্তায় একটি গাড়ির চাকা গর্তে ফেঁসে যায়। সেখানে তৃণমূল-বিজেপির দুই দলের লোকজন গাড়িটিকে উদ্ধার করতে সাহায্যের জন্য এগিয়ে এলে বিজেপির এক কর্মীর জয় শ্রী রাম শ্লোগানকে ঘিরে ঝামেলা শুরু হয়। এরপরেই বিজেপির তিন কর্মী তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন”।
অপরদিকে বিজেপির পাল্টা অভিযোগ, “তৃণমূলের লোকজন বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর করেছেন”।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে অস্থায়ী পুলিশ পিকেট বসিয়েছেন।
আহত ওই অঞ্চল সভাপতি এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর গতকাল রাত থেকে বিজেপি কর্মীরা পলাতক।