বাপি রায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে যে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের উপর থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াসের কাছে থাকতে পারে।
উল্লেখ্য, গত কয়েক দিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বাকি ছ’টি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।