অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কালবৈশাখীর জেরে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আর এবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার অবধি কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে সামান্য বেশী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আর বাকি জেলার কয়েকটি জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও এই ক’দিন প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৩৪ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরের জেলাগুলির মধ্যে মালদা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার ও সোমবার উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিশেষ কোনোরকম পরিবর্তন হবে না। কিন্তু এরপর থেকে তাপমাত্রা দুই ডিগ্রী বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।