রায়া দাসঃ কলকাতাঃ আজ থেকেই আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল। বিকেল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর রবিবার অবধি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে।
আজ দক্ষিণবঙ্গের হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হতে পারে। আর প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতাতেও চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। এখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। ওই দিন সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চলবে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, এদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার-শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু’দিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সাথে প্রতি ঘণ্টায় ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার বেগ থাকবে। শনিবার আরো দুর্যোগ বাড়বে। আর পাল্লা দিয়ে দমকা হাওয়ার বেগও বাড়বে। আবহবিদদের মতে, “বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্য জুড়ে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঝোড়ো হাওয়ার কারণে এই ক’দিন সমুদ্র উত্তাল থাকতে পারে।” এদিকে, উপকূলে মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার অবধি তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস ছিল। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রী সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে ধীরে ধীরে দিনের তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। যদিও সর্বনিম্ন তাপমাত্রায় আপাতত বিশেষ হেরফের হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই।
Sponsored Ads
Display Your Ads Here