চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বেতন বৃদ্ধির দাবী নিয়ে নবান্নের সভাঘর থেকে ১০০ মিটার দূরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বিক্ষোভ শুরু হয়। এদিন আচমকাই মঞ্চের সদস্যরা রাজ্যের প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন। এই সদস্যদের অধিকাংশই মহিলা ছিলেন।
বিক্ষোভকারীরা নবান্নের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে নিখোঁজ পোস্টারও ছিল। কেউ আবার শুয়ে প্রতিবাদ দেখান।
Sponsored Ads
Display Your Ads Here
বিক্ষোভকারীদের অভিযোগ, “মাত্র ১০ হাজার টাকা দিয়ে সংসার চলে না। তাই এখন যে টাকা তাদের দেওয়া হচ্ছে তা দিয়ে সংসার চালানো যায় না। বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও দিতে হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
একজন প্রতিবাদী শিক্ষিকা জানিয়েছেন, “নতুন শিক্ষা নীতি কার্য করে জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই নীতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকালও একই ইস্যুতে বিকাশভবন চত্বর ক্ষোভে ফেটে পড়ে। একাধিক দাবী-দাওয়া নিয়ে বিকাশভবন এবং শিক্ষামন্ত্রীর বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু ব্রাত্য বসুর দেখা পাননি। অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে পারছেন না।