কটুক্তি করাকে ঘিরে ধুন্ধুমার পালিতপুরে
রাজ খানঃ বর্ধমানঃ নির্বাচন শুরু হতে না হতেই ফের উত্তপ্ত বর্ধমান। বর্ধমানের পালিতপুর এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৩ জন তৃণমূলকর্মী। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএসপি হেডকোয়াটার শৌভিক পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ ঘটনাস্থলে এসে পৌঁছায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে কটুক্তি করাকে কেন্দ্র করে স্থানীয় এক তৃণমূল নেতার হোটেলে ভাঙচুর করা হয়। অভিযোগ উঠছে যে, বিজেপি নেতা শান্তনু তায়েরের নেতৃত্বে এই হামলা করা হয়। এরপরই সম্পূর্ণ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই অশান্তি পালিতপুর গ্রামে গিয়ে পৌঁছায়। তারপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্যামল রায় জানান, “ওই দোকানে মদ বিক্রি করা হচ্ছিল। এলাকাবাসীরা তারই প্রতিবাদ করেন। এটি একটি গ্রাম্যবিবাদ এর সঙ্গে রাজনীতির কোনোরকম যোগাযোগ নেই”।
কিন্তু তৃণমূল নেতা মানস ভট্টাচার্য বলেছেন,”শান্ত এলাকাকে অশান্ত করার জন্য বিজেপির পক্ষ থেকে অতর্কিতে এই হামলা চালানো হয়। এই ঘটনার মূল চক্রী শান্তনু তায়ের এবং অমিত মাকরের নেতৃত্বে এই হামলা চালানো হয়”।