সৈকত দাসঃ কলকাতাঃ মহাগুরুর রোড শো বাতিল হওয়ায় বিজেপি কর্মীদের বেহালা থানায় বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির সমর্থনে মিঠুন চক্রবর্তীর মিছিল করার কথা ছিল। কিন্তুু শেষ মুহূর্তে বেহালা থানার অনুমতি না মেলায় বিজেপি নেতারা মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করেন।
https://www.youtube.com/watch?v=kbBkMKDNDhI
আজ সকালে বেহালা পর্ণশ্রী বাসস্ট্যান্ড থেকে মিছিল করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। মিছিলটি বেহালা থানার সামনে শেষ হওয়ার কথা ছিল। মিছিলের অনুমতি না মেলায় পরে বিজেপি কর্মীরা পুলিশকে ডোর টু ডোর প্রচার করার কথা জানিয়েছিল। পুলিশ তাও করতে দেয়নি বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। এরপর বিজেপি কর্মীরা বেহালা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=8tQ07rP3CXA
Sponsored Ads
Display Your Ads Hereমিছিল পন্ড হওয়ায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী বলেন, “আমাদের পুলিশ দিয়ে আটকানো যাবে না। তৃণমূল পুলিশ দিয়ে মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করল। আমি বেহালার মেয়ে। আমাকে আমার পাড়ায় আটকে রাখার জন্য সবরকম চেষ্টা করছে রাজ্যের শাসক দল। কিন্তুু আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমাকে তারাই বেহালা পশ্চিমে জেতাবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী”।