নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা আসাম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি নির্দিষ্ট কামরায় হানা দিয়ে উদ্ধার করলেন সাত কেজি ৩২০ গ্রাম ওজনের তিনটে হাতির দাঁত। আর গ্রেফতার হলেন ২ জন পাচারকারী। এই দাঁতগুলির আন্তর্জাতিক বাজার মূল্য ১০ কোটি ৯৮ লক্ষ টাকা।
জানা যাচ্ছে, পাচারকারীরা আসাম থেকে শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে হাতির দাঁত পাচারের ছক কষছিলেন। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা গোপন সূত্র মারফত এনজেপি স্টেশনে হানা দিয়ে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালাতেই দুই জন পাচারকারী ধরা পড়েন। তাদের কাছ থেকে মোট তিনটি হাতির দাঁত পাওয়া যায়।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অভিযুক্তরা নওগাঁওয়ের বাসিন্দা। এক জন ২৮ বছর বয়সী সোলেমান খান ও অন্য জন ৩৫ বছর বয়সী রতন গোয়ালা। সোলেমান এবং রতন ওই হাতির দাঁত উত্তরপ্রদেশ থেকে নেপাল সীমান্ত হয়ে বিদেশে পাচারের ছক কষেছিলেন। কিন্তু যা তথ্য পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, তারা বারাণসীতে ওই দাঁতগুলো এক জন ব্যক্তির হাতে তুলে দিতেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র আধিকারিকদের ডেকে সেই হাতির দাঁত দেখিয়ে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সোলেমান ও রতনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। অন্য পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে সোলেমান এবং রতনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here