অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অর্পিতা মুখোপাধ্যায়ের মোট তিনটি পার্লারের হদিশ পাওয়া গেছে। তার মধ্যে একটি বরাহনগরের টবিন রোডে। এখানে মাঝে মাঝে অর্পিতাও আসতেন।
এছাড়া অর্পিতার বেলঘরিয়ার রথতলায় ক্লাবটাউন আবাসনের কাছে আরো দু’টো আবাসন রয়েছে। আবাসনের সভাপতি অঙ্কিত চৌরাশিয়ার অভিযোগ, “গত ৮ মাস থেকে তিনি দু’টো আবাসনের রক্ষণাবেক্ষণ বাবদ ৬০ হাজার টাকা বাকি রেখে দিয়েছেন।”
এখন প্রশ্ন উঠছে, যেখানে অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেখানে এতদিন ধরে আবাসনের রক্ষণাবেক্ষণ বাবদ মাত্র ৬০ হাজার টাকা বকেয়া রেখেছিলেন কেন?
প্রসঙ্গত, অর্পিতার ডায়মন্ড সিটির আবাসনে উদ্ধাররত কোটি কোটি টাকা আনতে মোট ৪০ থেকে ৪৫ টি ট্রাঙ্ক ট্রাকে করে নিয়ে আসা হয়। কোনো ট্রাঙ্কে ৫০০ টাকা তো কোনো ট্রাঙ্কে ২০০০ টাকার নোট ভর্তি করা হয়েছে। যা রীতিমতো অবাক করার ঘটনা।