ব্যুরো নিউজঃ রাশিয়াঃ গতকাল রাশিয়ায় প্রবল ঝড়ের কারণে কৃষ্ণ সাগরের কের্চ প্রণালীতে একটি ট্যাঙ্কার দু’টুকরো হয়ে সমুদ্রে সমস্ত তেল ছড়িয়ে পড়ে। আর সঙ্গে আরো একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। ভেঙে যাওয়া ‘ভলগোনেফ্ট ২১২’ নামের ট্যাঙ্কারটিতে পনেরো জন আরোহী ছিলেন। আর ‘ভলগোনেফ্ট ২৩৯’ নামের দ্বিতীয় ট্যাঙ্কারটিতে চোদ্দ জনের একটি দল রয়েছে। দু’টি ট্যাঙ্কারেরই চার হাজার দু’শো টন তেল বহন করার ক্ষমতা রয়েছে।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, দেশের মূল ভূখণ্ড ও ক্রাইমিয়ার মধ্যবর্তী এই কের্চ প্রণালী দিয়েই রাশিয়ার অধিকাংশ তেলবাহী জাহাজ এবং ট্যাঙ্কার রপ্তানির কাজে যাতায়াত করে। কিন্তু এদিন কের্চ প্রণালীতে ট্যাঙ্কার দু’টি ঝড়ের কবলে পড়ে। ইতিমধ্যে বোট, হেলিকপ্টার ও পঞ্চাশ জনেরও বেশী কর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। রাশিয়ার ‘ভলগোনেফ্ট ২১২’ এই ট্যাঙ্কারটি কের্চ প্রণালীর দক্ষিণ প্রান্তে তামান বন্দরের উপকূল থেকে আশি মিটার দূরে চলে যাওয়ার পরেও অন্য ট্যাঙ্কার এবং এর ক্রুদের সাথে যোগাযোগ করেছিল। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য ‘ভলগোনেফ্ট ২৩৯’ এর আরোহীদের উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। কিন্তু এই গোটা ঘটনাটি ঘটেছে কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here