নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ দেশের মধ্যে প্রথম নিজস্ব ইন্টারনেট পরিষেবা দিয়ে নজির গড়ে তুলেছে বাম শাসিত কেরল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইট করে ঘোষণা করেন যে, ওই রাজ্যের দারিদ্রসীমার নীচে বসবাসকারী সবাই এবার বিনামূল্যে নেট পরিষেবা পাবেন।
রাজ্যের নিজস্ব অন্তর্জাল প্রকল্প হিসাবে বিজয়ন সরকার ‘কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক লিমিটেড’ তৈরী করে। গতকাল পিনারাই বিজয়ন টুইট করে লেখেন, ‘কেরলই প্রথম রাজ্য যাদের নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। টেলি যোগাযোগ দপ্তরের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স পেয়েছে।
আমাদের কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক (কেফোন) জনগণের মৌলিক অধিকার হিসাবে ইন্টারনেট পরিষেবা প্রদানের কার্যক্রম শুরু করতে পারে। এই পরিষেবা চালু হওয়ায় ডিজিটাল বিভাজন ধুয়ে মুছে যাবে। দারিদ্রসীমার নীচের থাকা মানুষের কাছে এবার নেট পরিষেবা সহজ হয়ে উঠবে।’
প্রসঙ্গত, ২০১৯ সালে কেরল সরকার ইন্টারনেট সংযোগকে মানুষের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছিল। আর সেই লক্ষ্যেই ১ হাজার ৫৪৮ কোটি টাকার কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রকল্প তৈরী হয়।
যার উদ্দেশ্য হলো, রাজ্যের দারিদ্রসীমার নীচে বসবাসকারী সমস্ত মানুষকে ও ৩০ হাজার সরকারী অফিসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে।