নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ দেশে এই প্রথম লিথিয়ামের খোঁজ মিলল। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তরফে জানা গেছে (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) যে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লক্ষ টন লিথিয়াম পাওয়া গিয়েছে।
বর্তমানে বৈদ্যুতিক গাড়ি এবং মোবাইল ফোনের মতো বৈদ্যুতিন যন্ত্রের চাহিদা ক্রমেই বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম মূল উপাদান লিথিয়াম আমদানির কারণে অনেকটাই দামী। তবে দেশে লিথিয়ামের সন্ধান পাওয়ার ফলে এবার দেশে ব্যাটারী শিল্পে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
কেন্দ্রীয় খনি মন্ত্রক প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের উপর জোর দেওয়ার কথা বলেছিল। সরকার লিথিয়াম সহ বিভিন্ন খনিজ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে আনার জন্য সক্রিয় পদক্ষেপ করেছিল। এতদিন ভারত লিথিয়ামের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এবার দেশেই এই খনিজের সন্ধান পাওয়ার ফলে সেই নির্ভরতা কিছুটা কাটবে বলে আশা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
দিল্লির মসনদে বসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছেন। লিথিয়ামের সন্ধান আত্মনির্ভর ভারতের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হয়েছে। কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ জানান, ‘‘আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
খনি মন্ত্রকের তরফে আরো জানানো হয়েছে, লিথিয়ামের পাশাপাশি পাঁচটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে। জম্মু-কাশ্মীরের পাশাপাশি ওড়িশা, কর্নাটক, গুজরাত, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্রিশগঢ়, তামিলনাড়ু সহ মধ্যপ্রদেশে খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। যার মধ্যে পটাশ, মলিবডেনামের মতো খনিজ রয়েছে।