ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ এবার বিপর্যস্ত ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছেন বিশ্বসেরা প্রাক্তন বক্সার ভিতালি ক্লিৎসকো ও ভাই ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকো। ভিতালি ও ভ্লাদিমি রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে অস্ত্র তুলে নিতে একেবারে প্রস্তুত।
বৃহস্পতিবার থেকে চলা এই যুদ্ধে ইতিমধ্যেই কয়েকশো মানুষ নিহত হয়েছেন। রুশ সেনা ইউক্রেনের বিরুদ্ধে স্থলে, জলে এবং আকাশ পথে অভিযান চালায়। একের পর এক বোমা আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ভিতালি জানান, “আমি ইউক্রেনকে বিশ্বাস করি। আমি দেশের উপর বিশ্বাস করি। আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। জনগণ শান্তি ও সার্বভৌমত্বের জন্য জনগণ। এছাড়া কিভের সাধারণ মানুষও লড়াই করার জন্য তৈরী।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে প্রাক্তন বক্সার বলেন, “ইউক্রেনের মানুষ গণতন্ত্র বেছে নিয়েছিল। যুদ্ধ চায়নি। কিন্তু গণতন্ত্র একটি ভঙ্গুর শাসন। গণতন্ত্র নিজেকে রক্ষা করতে পারে না এর জন্য নাগরিকদের ইচ্ছা সহ সবার অঙ্গীকার প্রয়োজন। মূলত গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।”
Sponsored Ads
Display Your Ads Here