নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ মালবাজারের মাল নদীর বিপর্যয়ের পর আজ হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীতে আচমকা জল বেড়ে যাওয়ায় প্রায় ৪০ হাজার মানুষ বিপদে পড়েছেন। ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে নদীর জল হঠাৎই বেড়ে যায় বলে প্রশাসন দাবী করছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, আমতা জয়পুর থানার কুলিয়া ঘাটে অস্বাভাবিক মাত্রায় জল বেড়ে যায়। প্রবল জলস্রোতে মুণ্ডেশ্বরীর নদীর উপর কুলিয়া, গায়েনপাড়া ও টাকিপাড়ায় বাঁশের সেতু ভেঙে গিয়ে আমতার দ্বীপাঞ্চল ভাটোরার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে দ্বীপাঞ্চলের হাজার হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় প্রশাসন দ্রুত এই সমস্যা মেটানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছে। আপাতত এখন এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। তাই মুণ্ডেশ্বরী নদীতে প্রবল স্রোতের মধ্যেই নৌকা করে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত চলছে। এছাড়া হুগলী জেলায় আরেকটি বাঁশের সেতুও একই ভাবে ভেঙে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিপর্যয়ের খবর পেয়ে আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল জানান, ‘‘প্রশাসনের তরফে মানুষের পাশে থাকার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। নদীর জল কমলেই সেতু মেরামতের কাজ করা হবে। খুব শীঘ্রই পাকাপাকি ভাবে সেতু বানানোর কাজ শুরু হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here