নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আসানসোল জেলে চার ঘণ্টারও বেশী সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগীতার অভিযোগে গোরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছেন।
এক জন সাধারণ সরকারী কর্মী হয়ে সহগলের এতো কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে হলো তা জানতেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই মামলায় ইডির মামলার প্রেক্ষিতে সহগলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এই প্রেক্ষিতে তদন্তকারীরা আসানসোল থেকেই দিল্লির আধিকারিকদের সাথে কথা বলেন।
এরপর দিল্লির সবুজ সঙ্কেত পাওয়ার পরই এই গ্রেফতারীর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, তাকে গোরু পাচার মামলায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) গ্রেফতার করেছিল। আদালতের নির্দেশে আসানসোল জেলে ছিলেন।
সহগলকে আসানসোলের অবসরকালীন বেঞ্চে তোলা হবে। আপাতত ইডি সহগলকে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চালাতে চায় বলে জানা গিয়েছে।