চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল মহেশতলার পর আজ ভোরবেলা ৫ টা নাগাদ ফের কলকাতার ফুলবাগানে কলকাতা পুলিশের ডিসি ইএসডির অফিসের দোতলায় আগুন লাগে। বিধ্বংসী আগুনে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন দেখতে পেয়ে উপস্থিত কর্তব্যরত কর্মীরাই দমকলে খবর দেন। দমকল বাহিনী খবর পেয়ে ৫ টিভ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Hereজানা গেছে, দমকল বাহিনীরা কুলিংয়ের কাজ করছেন। এই আগুনে প্রচুর প্রয়োজনীয় নথিপত্র নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমান স্পষ্ট করে জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এই আগুন কিভাবে লাগলো তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
Sponsored Ads
Display Your Ads Hereতবে পুলিশের তরফ থেকে এই অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে ফুলবাগান সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অবশ্য প্রাথমিক তদন্তে দমকল বাহিনীদের অনুমান শর্ট সার্কিট থেকেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের ঘরে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Hereসুশোভন ঘোষ নামে এক কনস্টেবল জানাচ্ছেন, “সকালেই পোড়া গন্ধ পাচ্ছিলাম। বাইরে বেরোতে গিয়ে গিয়ে দেখি প্রচণ্ড তাপ ও ধোঁয়া। তখন আবার ঘরে ঢুকে গিয়ে চিত্কার করছিলাম। তা কেউ শুনতে পায়নি। এরপর পা দিয়ে গ্রীল ভেঙে গাছ বেয়ে নীচে নেমে এসেছি”।