নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারে মিড ডে মিলের চাল ওজনে কম দেওয়া নিয়ে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ভাতারের বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন।
এতদিন পর্যন্ত অভিভাবকরা বিদ্যালয়ের বিরুদ্ধে পড়ুয়াদের মিড ডে মিলের চাল কম দেওয়ার অভিযোগ তুলে আসছিলেন। কিন্তু এবার বিষয়টি ঠিক উল্টো। জানা যায়, খোদ শিক্ষকরাই প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল কম দেওয়ার অভিযোগ তুলে সরব হন। আর এই বিষয়টি পড়ুয়াদের মিড ডে মিলের জন্য চাল দিতে গিয়েই নজরে আসে।
বিডিওকে লিখিত অভিযোগে জানানো হয়েছে যে, ভাতার সমবায় সমিতি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের চাল আসে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল থাকার কথা। তবে সরবরাহকারী সংস্থা মিড ডে মিলের চালের যে সব বস্তা দিয়ে গেছে তাতে প্রায় ৪ কেজি থেকে ১০ কেজি কম চাল কম রয়েছে।
শিক্ষকরা এই ঘটনার তদন্তের পাশাপাশি সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। বিডিও অরুণ কুমার বিশ্বাস এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’ যদিও ভাতার সমবায় সমিতির তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।