অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সিবিএসইর পর এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টোকাটুকি ও পরীক্ষার হলে মোবাইল রাখা নিয়ে কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “পরীক্ষার হলে টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে।” এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য বেশ কিছু কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে, “পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক ঘরে দু’জন করে পর্যবেক্ষক বাধ্যতামূলক। প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু এক জন করে পর্যবেক্ষক রাখতে হবে। কোনো ঘরে পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের বেশী হলে, সেখানে তিন জন পর্যবেক্ষক রাখতে হবে।”
শিক্ষক সংগঠনের বক্তব্য, “উচ্চ মাধ্যমিক এত শিক্ষক নেই। এই নিয়ম কার্যকর করতে হলে সরকারের উচিত শিক্ষক নিয়োগ করা।” উল্লেখ্য, ৩ রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১৮ ই মার্চ শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছ ভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করেছে সংসদ। তাতে বলা হয়েছে, এ বছর থেকে ছোট ছোট প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। প্রধানশিক্ষক বা ভেনু সুপারভাইজারের ঘরে প্যাকেট খোলা হবে না।
Sponsored Ads
Display Your Ads Here
পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে। পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থাকবে ভেনু সুপারভাইজ়ারদের উপরে। সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। পর্যবেক্ষকদের সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। আগে থেকেই তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে তাঁর সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, সিবিএসই ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে, কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছর এবং পরের বছর পরীক্ষা দিতে পারবেন না। এ বার সংসদও কড়া পদক্ষেপ করল। তাদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনোর আগেই পুলিশকর্মীদের পৌঁছে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি ফোটোকপির কোনও দোকান খোলা রাখা যাবে না। মাইক বাজানো যাবে না।
Sponsored Ads
Display Your Ads Here
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, “পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রতি বছরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন কিছু ব্যবস্থা গ্রহণ করে। চলতি বছরও তাই করছে। কিন্তু গত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এত পর্যবেক্ষক নিয়োগ করতে হলে অন্য বিদ্যালয় থেকে শিক্ষক আনাতে হবে। তাই সরকারের উচ্চ মাধ্যমিক স্তরে আরো শিক্ষক নিয়োগ করা উচিত।”