Indian Prime Time
True News only ....

এবার জলপথের মাধ্যমে বৃহত্তম বন্দর শহর দখল নিতে উদ্যোগী রুশ বাহিনী

- Sponsored -

- Sponsored -

ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ রুশ বাহিনী কিভ ও খারকিভ দখলের জন্য প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। আজ ইতিমধ্যেই অন্যতম বন্দর শহর খেরসান রুশ বাহিনীর দখলে চলে গিয়েছে। কিন্তু রাজধানী কিভ এবং খারকিভ শহর সহ দুই বন্দর শহর ওডেশা ও মারিউপলও এখনো দখলে আসেনি। কারণ এখানে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি পড়তে হচ্ছে।

তাই স্থলপথে ওই দুই বন্দর শহরে প্রবেশ করতে না পেরে এবার রুশ সেনা বাহিনী জলপথে হামলা চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ আমেরিকা প্রশাসনের এক জন আধিকারিক জানান, “রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগোচ্ছে। ফলে এদিনই রুশ সেনা বাহিনী ওই যুদ্ধ জাহাজ থেকে বন্দর শহরে হামলা চালাতে পারে।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

প্রসঙ্গত উল্লেখ্য যে, ওডেশা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর। যা দেশের সবচেয়ে বড়ো বন্দর শহর। আর গোটা ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। সোভিয়েত আমলেও এই বন্দর খুব গুরুত্বপূর্ণ ছিল। 

তবে ওডেশার মেয়র গেনাডি ট্রুখানভ জানিয়ে দিয়েছেন যে, “এই শহর রুশ সেনা বাহিনীর হামলার পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে একেবারে প্রস্তুত।” ফলে রুশ সেনা বাহিনীর বিরুদ্ধে ওডেশা কতোটা রুখে দাঁড়াতে পারে তা দেখা কেবল সময়ের অপেক্ষা। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored