নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এবার একটা দুটো নয়, জালে উঠল ৩৩ টা তেলেভোলা। যার একেকটির দাম প্রায় তিন লক্ষ টাকা। সবমিলিয়ে ৩৩টা মাছ উঠতেই আনন্দে আত্মহারা মত্স্যজীবীরা। মঙ্গলবারের সমুদ্র অভিযান এভাবে সফল হবে কে জানত! এদিন বাসন্তী নামের একটা ট্রলার থেকে জাল ফেলতে ৩৩টা বড় বড় মাছ ওঠে।
সেগুলোকে পারে এনে পরপর সাজিয়ে দেন মত্স্যজীবীরা। তারপর নিয়ে যান মাছের আড়তে। দিঘা মোহনার কাছে মাছ বাজারে এখন ভোলাদের নিয়েই শোরগোল। প্রতি কিলো মাছের দর উঠল ১২ হাজার ৬০০ টাকা! অর্থাত্ সব মিলিয়ে ৩৩টা মাছের দাম প্রায় এক কোটি টাকা! এর আগে একটা দুটো তেলে ভোলা জালে পড়লেই উচ্ছ্বাসে ফেটে পড়তেন মাছ ব্যবসায়ীরা।
কিছুদিন আগেই ৭৮ কেজির একটা তেলেভোলা চড়া দামে বিক্রি হয়েছে। এবার একসঙ্গে ৩৩ টা মাছ দেখতে হুড়োহুড়ি পড়ে গেল। মত্স্যজীবীদের মুখে হাসি আর ধরেই না! দিঘার মাছবাজারে এখন উত্সুক মত্স্যজীবী ও পর্যটকদের ভিড় জমছে। তেলে ভোলাগুলোকে বিক্রির জন্য শ্যামসুন্দর দাসের আড়তে পাঠানো হয়েছে।