নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ মদ ও জুয়ার ঠেক নিয়ে দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির চার নম্বর রেল গুমটি এলাকায় অশান্তি অব্যাহত। গতকাল রাতেরবেলা এলাকার বেশ কিছু মহিলারা এলাকার মদ এবং জুয়ার ঠেক ভেঙে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মদ ও জুয়ার ঠেককে ঘিরে পরিবারের মধ্যে অশান্তি চলতো। একাধিকবার প্রতিবাদ করেও এর কোনোরকম সুরাহা হয়নি। অভিযোগ উঠছে যে, ভাইফোঁটার দিন সন্ধ্যাবেলা বোনের বাড়িতে যাওয়ার পথে মদের ঠেকের রাস্তায় শুভ বিশ্বাস নামে একজন ছুরিকাহত হন।
Sponsored Ads
Display Your Ads Here
স্বামীর এই ঘটনায় শ্রেয়া বিশ্বাস এবং তার শাশুড়ি প্রতিবাদ করাতে ঠেকের মালিক গাঠুগোপাল ওরফে গোপাল দাস শ্রেয়া ও তার শাশুড়িকে হাতে এবং পেটে ছুরি দিয়ে আঘাত করেন। শুভ তাদের বাঁচাতে গেলে তাকে মাটিতে ফেলে মারা হয়। এরপর সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
শুভর চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে তিন জনকে হাসপাতালে নিয়ে যান। তারপর এলাকা থেকে মদ সহ নানা মাদক ও জুয়ার ঠেক সরানোর কথা বললেও কোনো কাজ না হওয়ায় এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশ কিছু মহিলারা ওই ঠেকে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Hereআজ এই নিয়ে দু’পক্ষই কোতোয়ালি থানায় অভিযোগ অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি এই দু’পক্ষের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এলাকার মহিলারা পুলিশের এই ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে পড়েছেন।
শ্রেয়া জানিয়েছেন, “স্বামীর মাথায় চোদ্দটি এবং আঙুলে চারটি সেলাই পড়েছে। গাঠুগোপাল বিনা কারণে ছুরি দিয়ে হামলা চালালেও সে তাদের বিরুদ্ধে মিথ্যে মারধর করার অভিযোগ দায়ের করেছেন’’। তবে এই ঘটনার যথাযথ বিচার না হলে এলাকা মহিলারা ভবিষ্যতে ধর্নায় বসার হুমকিও দিয়েছেন।
