ব্যুরো নিউজঃ হংকংঃ সমগ্র বিশ্বেই করোনা মারাত্মক প্রভাব ফেলেছে। কিন্তু এখন যখন গোটা ভারতবর্ষ করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে তখন এর মধ্যে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কা উঠে আসলো।
সম্প্রতি হংকং এ করোনা ভাইরাসের এমন একটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে যা আগে সেখানে শনাক্ত করা যায়নি। আগামী দু’সপ্তাহের মধ্যে সেখানে করোনার পঞ্চম ঢেউ আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা।
https://www.youtube.com/watch?v=LpOqYoGkBe8
Sponsored Ads
Display Your Ads Hereযে ব্যক্তির শরীরে করোনার এই প্রজাতি পাওয়া গেছে তিনি প্রায় তিন বছর থেকে হংকং এর বাইরেই যাননি। জানা গেছে তার দেহে N501Y ও E484K প্রজাতির কোভিড পাওয়া গেছে। ফলে এক রাতের মধ্যে করোনা রোগীর আবাস্থল খালি করে দেওয়া হয়েছে। তবে এর আগে এই দুই ধরণের প্রজাতি ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল।
বিশেষজ্ঞদের একাংশের মতে, “আরো কঠোরভাবে সামাজিক দুরত্ব মেনে চলা উচিত। এক বিশেষজ্ঞর মতে, “আমরা এখনো জানি না ওই রোগী এই করোনা প্রজাতির সংস্পর্শে কীভাবে এসেছেন? আর কার সংস্পর্শে এসেই বা এই ঘটনা ঘটেছে তাও জানা নেই। আপাতত আমাদের কাছে করোনা প্রজাতির উত্স নিয়ে কোনোরকম কোনো সদুত্তর নেই”।
Sponsored Ads
Display Your Ads Hereতাহলে এবার কি করোনার এই পঞ্চম ঢেউ পুরো বিশ্বকে গ্রাস করতে চলেছে!! এই প্রশ্ন থেকেই যাচ্ছে।