মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান তথা নদীয়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তল্লাশি চালালো।
শুধু মহিষাবাথান নয় নিয়োগ-দুর্নীতি কাণ্ডে আজ সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তকারী আধিকারিকদের দাবী, “তাপস মণ্ডল মহিষবাথানের ট্রেনিং সেন্টারটির মালিক। তাঁর নামে রাজ্যে প্রায় ১৫ টি স্কুল-কলেজ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বারাসাত ছাড়াও মেদিনীপুর ও মুর্শিদাবাদের ডোমকলে কলেজ রয়েছে। এর পাশাপাশি তাপস মণ্ডলের বিরুদ্ধে প্রাইমারী শিক্ষক নিয়োগে প্রার্থী পিছু ১০ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।” আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ উপচে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here