নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে মর্গে রাখা মৃতদেহ খুবলে খেল ইঁদুর। মৃত ব্যাক্তির নাম পাপাই মল্লিক। বয়স আনুমানিক ৩৩ বছর। তার বাড়ি বীরপাড়াতে হলেও সে কর্মসূত্রে শিলিগুড়িতে প্রধাননগরে থাকত।
মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার পাপাই মল্লিক প্রধাননগরে ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এরপর তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ওই রাতে পাপাইয়ের দেহ মর্গে রাখা হয়। আজ সকালে হাসপাতাল থেকে দেহ নিতে এসে দেখা যায় মৃতের নাক খুবলে খেয়েছে ইঁদুর। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়েছে।
মৃতের কাকা সুব্রত কুমার দাস জানান, “পাপাইয়ের দেহের পাশে অন্য একজন মহিলার দেহ রাখা ছিল সেই দেহেরও বিভিন্ন অংশে ওরকম হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে এই বিষয়ে হাসপাতাল সুপার প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, “বহুদিন ধরে মর্গের ফ্রিজ খারাপ হয়ে রয়েছে। বিষয়টি দার্জিলিঙের এডিএম সহ সমস্ত আধিকারিকেরা জানেন। এখানে এসডিও এর তত্ত্বাবধানে মৃতদেহ রাখা হয়। কিন্তু যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক”।
Sponsored Ads
Display Your Ads Hereতবে মৃতের পরিবারের তরফ থেকে বলা হয়েছে এই ঘটনায় হাসপাতালের গাফিলতি রয়েছে। আর ফ্রিজ খারাপ থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কেন জানালো না এই নিয়েও নানা প্রশ্ন উঠছে। মর্গে ইঁদুরের উৎপাত থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ওঠে।
ইতিমধ্যেই থানায় তারা গোটা বিষয়টি জানিয়েছেন। তারা সিএমওএইচকেও বিষয়টি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও একটি লিখিত অভিযোগ পাঠাবেন।