অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সরকারী দপ্তরের চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরের পর আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে নবান্নের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী, সরকারী কর্মচারীরা অনেক সুযোগ-সুবিধা পেলেও চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের পর সেভাবে কিছু নেই।
তাই সেই বিষয়ে ভাবনা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের পর তিন লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই টাকা কিভাবে পাওয়া যাবে তাও জানানো হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন অর্থ দপ্তরের এই নির্দেশিকায় খুশী। ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী জানান, “রাজ্য সরকারকে এই মানবিক উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে চুক্তিভিত্তিক অবসরপ্রাপ্ত কর্মীরা কিছুটা নিশ্চয়তা পাবেন।
Sponsored Ads
Display Your Ads Here
এতে টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরী হবে না। এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য অর্থ দপ্তরকেও ধন্যবাদ। এই সিদ্ধান্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কাজ করতে উৎসাহ দেবে।” প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীরা ৬০ বছর বয়স অবধি চাকরীর নিশ্চয়তা ছাড়াও আরো কিছু সুবিধা পান। এর মধ্যে সরকারী কর্মীদের মতো তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি সহ ছুটিও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here