ব্যুরো নিউজঃ ইস্তানবুলঃ পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত তুরস্কের বৃহত্তম শহর তুষার ঝড়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তা, হাইওয়ে ও পার্কিং-লট পুরু সাদা বরফের আস্তরণে ঢাকা পড়ে গেছে। আর এই তুষার ঝড়ে ইস্তানবুল বিমানবন্দরের কার্গো টার্মিনালের একাংশ ধসে পড়েছে।
এর জেরে অনির্দিষ্টকালের জন্য ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও অনেক আগে থেকেই স্কুল-দোকান-বাজার বন্ধ হয়ে গেছে। খাবারের ডেলিভারি পরিষেবাও বন্ধ হয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি শপিং মলগুলিও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবার গতকাল থেকে মধ্য প্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ এবং এশিয়া যাতায়াতের গুরুত্বপূর্ণ আকাশপথ বন্ধ হয়ে গেল।
Sponsored Ads
Display Your Ads Here
বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ২০১৯ সালের পর এই প্রথম বার ইস্তানবুল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো। এই কারণে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। এর সাথে সাথে ইতিমধ্যে ইস্তানবুল সরকারের তরফ থেকে গাড়ি চালকদের বিশেষ ভাবে সাবধান করে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here