মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগ্ণাঃ করোনা সংক্রমণ আটকাতে জেলায় জেলায় শুরু হয়েছে কড়া বিধিনিষেধ। গতকাল মধ্যমগ্রাম পুরসভা বাজারগুলির সমিতি ও সংগঠনের সাথে বৈঠকে করে আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার অবধি বাজার, রেস্তোরাঁ সহ দোকানপাট বন্ধ করা হয়েছে।
আর বারাসত পুরসভার পক্ষ থেকেও ইতিমধ্যে সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার করে সমস্ত বাজার, রেস্তোরাঁ সহ দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে দমদম পুর এলাকায় সোমবার ও বৃহস্পতিবার সমস্ত বাজার, রেস্তরাঁ, দোকানপাট এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ দমদম পুর এলাকায় সপ্তাহে তিন দিন করে সমস্ত বাজার, রেস্তরাঁ, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখা শুরু হয়েছে। কিন্তু সব জায়গাতেই দুধ, ওষুধ এবং অন্যান্য জরুরী পরিষেবা বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
দমদম পুরসভা সূত্রের জানা যায়, ১ লা জানুয়ারী থেকে ৭ ই জানুয়ারী পর্যন্ত ১৩৭ জন করোনা সংক্রমিত হয়েছেন। সোমবার ২২ জন নতুন করে সংক্রমিত হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পাশাপাশি করোনা সম্পর্কিত কোনো বিধিনিষেধ অমান্য করলে প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।