চয়ন রায়ঃ কলকাতাঃ আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন। এদিন সমস্ত জেলার ডিএম ও এসপিদের নিয়ে বৈঠকের মাধ্যমে ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি মাদার ডায়েরির নাম পরিবর্তনের কথাও জানানো হয়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যেহেতু সব কিছুই বাংলায় হচ্ছে অর্থাৎ বাংলা ডিম, দুধ, ফল, হাঁস ও মুরগি উত্পাদনে জোর দিচ্ছে। এছাড়া এই ব্যবসার সাথে বাংলার দুধ ব্যবসায়ীরা জড়িয়ে আছে। তাই আমি চাই মাদার ডেয়ারির নাম পরিবর্তন করা হোক।
এমনিতে মাদার ডেয়ারি নামের কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু বাংলার একটা বিশাল অবদান আছে তাই এবার থেকে আমরা বাংলা ডেয়ারি নাম দেওয়ার কথা আলোচনা করেছি। এতে বাংলার লাভ হবে”।
সুতরাং এবার থেকে মাদার ডায়েরি লেখা দুধের প্যাকেট আর পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাবে না। এর পরিবর্তে প্যাকেটের গায়ে বাংলা ডায়েরি লেখা থাকবে।