চয়ন রায়ঃ কলকাতাঃ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। মানিক ভট্টাচার্যের নামে দেশের সব বিমানবন্দরে লুকআউট নোটিশ দেওয়া হয়েছে।
অতি সম্প্রতি সিবিআই তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করছে। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য বেশ কয়েক বার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ডাকে হাজিরাও দিয়েছিলেন। কিন্তু বেশ কিছু দিন ধরেই মানিক ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। আজ সকালবেলা তাঁর নাকাশিপাড়ার বাড়িতে ইডির একটি দল গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
ইডি আধিকারিকরা যখন যান, তখন মানিক ভট্টাচার্য বাড়িতে ছিলেন না। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে মানিক ভট্টাচার্যের নামে লুকআউট নোটিশ জারি হয়েছে। এর ফলে তিনি কোনো বিমানবন্দর থেকে বিদেশে যেতে পারবেন না। দেশের যেকোনো বিমানবন্দরে গেলে সেখানেই আটকে স্থানীয় আইনরক্ষকদের হাতে তুলে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here