অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার খিদিরপুরে একটি সারবোঝাই লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়িকে পিষে দেয়। লরির চাপে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে শীঘ্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে। এছাড়া গাড়ির ভিতরে আটকে পড়া চালকের হাত দেখা যাওয়ায় গ্যাস কাটার এনে গাড়ির দরজা কেটে আটকে পড়া অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, “ওই অঞ্চলে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় দুর্ঘটনা লেগেই থাকে। এর আগেও এই রকম দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনোরকম সুরাহা পাওয়া যায়নি।” এদিকে এদিনের লরিটি অতিরিক্ত মালপত্র নিয়ে যাচ্ছিল বলেও অভিযোগ উঠেছে।