নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ মাতৃদিবসে ভারতীয় রেল মা ও তার সন্তানের জন্য অভিনব উদ্যোগ নিল। মায়ের বার্থের পাশেই শিশুর জন্য জুড়ে দেওয়া হল আর একটি বার্থ। যেটাকে বেবি বার্থ বলা হচ্ছে। কোলের বাচ্চা নিয়ে মায়েরা যাতে নির্বিঘ্নে নিরাপদে নৈশভ্রমণ করতে পারেন এর জন্যই এই নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
উত্তর রেলের লখনউ ও দিল্লি ডিভিশন যৌথ ভাবে এই নয়া উদ্যোগ নিয়েছে। ৮ ই মে থেকে এই পরিষেবা চালু করা হয়েছে। ১২২৩০ লখনউ মেলের কোচ নম্বর ১৯৪১২৯/বি৪-এ ১২-৬০ নম্বর বার্থে মা এবং তার সন্তানের জন্য এই পরিষেবা দেওয়া হয়েছিল।এই পরিষেবা নিয়ে উত্তর রেল একটি টুইটের মাধ্যমে জানান, শিশুরা যাতে ঝাঁকুনিতে পড়ে না যায় তার জন্যও বার্থের ধার ঘিরে দেওয়া হয়েছে। মূল্ত লোয়ার বার্থের সাথে খুদেদের জন্য বার্থ জুড়ে দেওয়া হয়েছে যাতে মায়ের পাশে নির্বিঘ্নে ঘুমোতে পারে। প্রয়োজন না হলে বেবি বার্থ ভাঁজ করে রাখা যাবে।
এছাড়া বেবি বার্থের জন্য আলাদা ভাবে কোনো বুকিং করতে হচ্ছে না। যদি কোনো যাত্রী টিকিট পরীক্ষকের কাছে গিয়ে এই সুবিধার আর্জি জানান তাহলে ওই টিকিট পরীক্ষক এই ব্যবস্থা করে দিতে পারেন। আর এই পরিষেবায় ভালো সাড়া পাওয়া গেলে আগামী দিনে এই ধরনের বার্থ পুরোপুরি ভাবে চালু করা হবে।