পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগনাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর ব্লকে গত ৩ দিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ জন। আর করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪২৪ জন। তাই জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতি সপ্তাহে দু’দিন দোকান-বাজার বন্ধ থাকবে।
গতকাল বারুইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বারুইপুর থানার আইসি, ১৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ- সভাপতি সহ একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বারুইপুর ব্লকের ১৯ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে।
পাশাপাশি এই সিদ্ধান্ত অমান্য করে কেউ দোকান-বাজার খোলা রাখার চেষ্টা করলে তার বিরুদ্ধে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।