নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বেলডাঙার রামেশ্বরপুর গ্রামে বোমা ফেটে প্রাণ হারালো এক যুবক। বিস্ফোরণে জেরে ওই যুবকের ডান হাত উড়ে গেছে। আর মাথার একাংশ খুবলে বেরিয়ে গিয়েছে। মৃতের নাম ইয়াসুদ্দিন শেখ ওরফে ছাদি শেখ। বাড়ি পার্শ্ববর্তী মাড্ডাগ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বাগানের একটি পাম্পের ঘরে বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থ্যলে এসে দেখেন, বিস্ফোরণের কারণে ঘরের দেওয়াল ভেঙে পড়েছে। আর ওই ধ্বংসস্তূপের নীচে একজন যুবক চাপা পড়ে রয়েছে।