Indian Prime Time
True News only ....

এবার ইডির হানায় বিহার থেকে উদ্ধার কোটি কোটি টাকা

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ ওড়িশার পর এবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বিহারের তিন জায়গায় হানা দেয়। প্রায় পাঁচ বছরের পুরোনো অর্থ তছরুপের একটি মামলার তদন্তে নেমে ইডি অমিত কুমার ওরফে বাচ্চা রাইয়ের বাড়ি, বিষুন রাই মহাবিদ্যালয় ও বিষুন রাজদেও টিচার্স ট্রেনিং কলেজে এই তিন জায়গায় হানা দিয়ে বেশ কিছু নথি সহ নগদ ২কোটি ৮৭ লক্ষ টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে।

অমিত কুমারের নামে পাটনা পুলিশ তার বিরুদ্ধে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করলে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ইডি পাটনার বিশেষ পিএমএলএ আদালতে চার্জশিট জমা করে। অমিত কুমারের বিরুদ্ধে অভিযোগ, ‘‘বেসরকারী কলেজের মালিক হিসাবে পড়ুয়াদের কাছ থেকে অর্থ নিয়ে পরীক্ষার ফলাফল বাড়িয়ে দিতেন।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এই মামলা বিহারের টপার দুর্নীতি মামলা নামেই পরিচিত। অমিত কুমারের সঙ্গেই এই মামলায় বিহারের মাধ্যমিক বোর্ডের তৎকালীন চেয়ারম্যান লালকেশওয়াড় সিংহের নাম উঠে আসে। ইডি তদন্তে নেমে দেখেন অমিত কুমার এবং তার স্ত্রীর নামে বহু কোটি টাকার সম্পত্তি রয়েছে।

ইতিমধ্যেই অমিত কুমার একশোটি জায়গায় জমি কিনেছেন বলে জানা গেছে। আর স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। তবে ইডির দাবী, ‘‘তার বেনামে আরো সম্পত্তি রয়েছে।’’ কিন্তু অমিত কুমার নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored