পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বউবাজারের পর এবার দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর-সোনারপু্র পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয় সহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে চৌহাটি এলাকায় একটি বহুতল নির্মাণের কাজে এক ধরনের প্রজেক্টর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। আর এই কাজ চলাকালীন এলাকায় অতিমাত্রায় কম্পন ছড়িয়ে পড়ে। এর জেরেই চৌহাটি হাইস্কুল ও আশপাশের বাড়িতে ফাটল ধরেছে বলে অনুমান করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই বিষয়টি নিয়ে অনেকেই নির্মীয়মাণ ওই বহুতলটির কর্মীদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় কাউন্সিলর রাজীব পুরোহিত জানান, ‘‘যখন আমার কাছে খবর আসে তখন আমি নির্মীয়মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্তের সাথে কথা বলে বিষয়টি দেখতে বলি। সংস্থার আধিকারিকেরা এলাকার বাসিন্দাদের সাথে বসতে চাইলেও কেউ বসতে রাজি হননি। এরপর সংস্থার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর সোনারপুর থানার আইসি কয়েক জন ক্ষতিগ্রস্তকে ডেকে বৈঠক করেন। এছাড়া নির্মীয়মান সংস্থা ক্ষতিপূরণ দেবে বলেও আশ্বাস দিলে এলাকার বাসিন্দারাও বিষয়টি মেনে নেন।’’
রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস এই বিষয়ে বলেন, ‘‘এই বিষয়ে লিখিত অভিযোগ এসেছে। পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
সোনারপুরেরই বাসিন্দা তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ তুলে ব লেছেন, ‘‘চৌহাটি এলাকায় বেসরকারী সংস্থাগুলি হাঙরের মতো ঝাঁপিয়ে পড়েছে। আশপাশের বাড়িতে ফাটল ধরছে অথচ কারোর হেলদোল নেই। যাদের বাড়িতে ফাটল ধরছে তাদের পাশে কি কেউ দাঁড়াবে না?’’