নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার দ্বিতীয় ভ্যাক্সিন এসেছে। যা অনেকেটাই স্বস্তি জোগালো। এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে কর্বিভ্যাক্সকে জরুরীকালীন ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বায়োলজিক্যাল ই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহিমা দাতলা বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে, এই অনুমোদনের ফলে বিশ্বব্যাপী চলা অতিমারির বিরুদ্ধে লড়াইতে আরো এক ধাপ এগোলাম। কর্বিভ্যাক্সের দু’টি ডোজ সম্পূর্ণ হলে কোনো আশঙ্কা ছাড়াই ছোটোরা আবার বিদ্যালয়ে যেতে পারবে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
উল্লেখ্য, এর আগে কেন্দ্র কমবয়সীদের ভ্যাক্সিন হিসেবে শুধুমাত্র ভারত বায়োটেক সংস্থার কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। আর কর্বিভ্যাক্সকে ছাড়পত্র দেওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটের মাধ্যমে জানান, ‘‘এই ভ্যাক্সিন কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ আরো দৃঢ় করেছে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code